চন্দনাইশে ২ জনের ২ বছরের কারাদন্ড

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলার কাঞ্চননগর মুরাদাবাদ এলাকায় মুরগি ফার্ম পোড়ার মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মশিয়ার রহমান ২ আসামীকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর বিকালে আদালত এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে কাঞ্চননগর মুরাদাবাদের নুরুল ইসলামের মুরগির ফার্মটি পুড়ে যায়। এ ব্যাপারে নুরুল ইসলামের ছেলে সামশুল ইসলাম বাদী হয়ে একই এলাকার জমির উদ্দিন (১৮), মো. ফরহাদ (২১) কে আসামী করে একটি ঘরপোড়া মামলা দায়ের করে। পুলিশ সে মামলায় পরবর্তীতে চার্জশিট দাখিল করার আদালতে ৮ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।

স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দোহতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত জমির উদ্দিন ও মো. ফরহাদকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ হাজার টাকা আদায়ের আদেশ দিয়ে আসামীদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.