বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের চার ঘন্টার সম্প্রচার শুরু

0

বাবর মুনাফ : অবশেষে চার ঘন্টার সম্প্রচার শুরু করল বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। গতকাল বুধবার থেকে এ সম্প্রচার শুরু হয়। এদিন বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালা পরিবেশিত হয়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্র প্রতিষ্ঠার ২০ বছরে এসে স্যাটেলাইটের মাধ্যমে আলাদা চ্যানেলে এ সম্প্রচার কার্যক্রম শুরু করে।

এর আগে বুধবার বিকেল ৫ টায় এ সম্প্রচারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

জানা যায়, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সংবাদ প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭ টা ও রাত ৯ টা ৫৫ মিনিটে। চট্টগ্রামের তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানমালা সম্প্রচারের আওতাভূক্ত।

এদিকে, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের চার ঘন্টা সম্প্রচারের কার্যক্রমকে চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিকসহ বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয়। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় কর্ণফুলী সেতু উদ্বোধন করতে এসে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রে পরিণত করার ঘোষণা দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.