কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক গ্রেফতার

0

সিটিনিউজবিডি : কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) কমোডর (অব.) সফিক-উর-রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রায় সাড়ে ৭ কোটি টাকার দুর্নীতি মামলায় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন।

প্রণব কুমার জানান, দুদক পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে দুদকের একটি টিম কমোডর (অব.) সফিক-উর-রহমানকে ধরতে অভিযান চালায়। ওই অভিযানে দুদক দুই উপপরিচালক এস এম রফিকুল ইসলাম এবং আহমেরুজ্জামানও অংশ নেন।

গ্রেফতারের পর রাতে সফিক-উর-রহমানকে রমনা থানা-হেফাজতে নেয়া হয়।

দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, কোস্ট গার্ডের প্রায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে।

পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। এ কারণে দীর্ঘদিন ওই মামলার বিষয়ে কার্যক্রম গ্রহণ করা যাচ্ছিল না। সম্প্রতি রিটের নিষ্পত্তি হয়। পাশপাশি তাকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন আদালত।

শফিক-উর-রহমান ১৯৯৫ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯৮ সালের অগাস্ট পর্যন্ত কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.