রাঙামাটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : পার্বত্য শহর রাঙামাটিতে অব্যাহত লোডশেডিং বন্ধ এবং শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে রাঙামাটিবাসি।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, উন্নয়নকর্মী ললিত সি চাকমা, বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ, রাঙামাটি রেডক্রিসেন্ট এর সাধারন সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটির মানুষের ত্যাগের মাধ্যমে যে কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের সৃষ্টি সেই প্রকল্পের বিদ্যুৎ সারাদেশকে আলোকিত করলেও পার্বত্য রাঙামাটিবাসি বিদ্যুৎ থেকে বঞ্চিত।

বক্তারা রাঙামাটিতে অব্যাহত লোডশেডিং এর জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ি করে অবিলম্বে সমস্যার সুরাহা করা না হলে আরো কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.