গ্যাস ও বালু বোঝাই অপরাধে গাড়ি জব্দ

0

কক্সবাজার প্রতিনিধি : অবৈধভাবে গ্যাস বিক্রি ও বালু পরিবহন অপরাধে গ্যাস সিলিন্ডার ও বালু বোঝাই তিনটি গাড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক চালককে আটক করা হয়েছে।

আজ (১৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চকরিয়া পৌরশহর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় সিএনজি গ্যাস পরিবহন ও প্রকাশ্যে বিক্রির অভিযোগে চালকসহ দুটি কাভার্ডভ্যান এবং বালু পরিবহনকালে ডুলাহাজরা কলেজের সামনে থেকে একটি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা তিনটি গাড়ি উপজেলা প্রশাসনের হেফজতে ও আটক চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানে করে অবৈধভাবে গ্যাস বেচাকেনা হচ্ছে হরদম। আইনকানুন না মেনে ঝুঁকিপূর্ণ অবস্থায় আঞ্চলিক ও মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে গ্যাস বিক্রয় করা। পাশাপাশি বিভিন্ন ছড়াখাল, পাহাড় কেটে ও মাতামুহুরী নদী থেকে অবৈধ পন্থায় উত্তোলন করা বালু পরিবহন ও বিকিকিনি হচ্ছে প্রতিনিয়ত। অনুমোদন ছাড়াই ঝুঁকি নিয়ে গ্যাস পরিবহন ও বিক্রয়ের অভিযোগে দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.