চন্দনাইশে সন্তোষ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভার এককালের ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার সন্তোষ বৌদ্ধ বিহারে ২০ বছর পর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়।

আজ ১৫ অক্টোবর শনিবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পূর্ব জোয়ারা সন্তোষ বিহারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। ২০টির অধিক ফানুস উড়িয়ে বিভিন্ন পূজা-পার্বনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা পালিত হয়।


উল্লেখ্য, এ বৌদ্ধ বিহারে নবম সংঘরাজ নাগসেন মহাস্থবির দীর্ঘ ৭৪ বছরকাল বিহার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালে ৮৬ বছর বয়সে পরলোক গমন করার পর ১৯৯৩ সালে জানুয়ারি মাসে তার শেষ কৃত্যানুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়।
ঐ শেষকৃত্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে যোগাযোগ প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। তাকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হাতিতে চড়ে অনুষ্ঠানস্থলে আনা হয়। পূর্ব জোয়ারার ২৫টি পরিবার নিয়ে দুই শতাধিক দায়ক-দায়িকাদের সমন্বয়ে ২৬ শতক জমির উপর এ বিহারটি গড়ে উঠে। সামাজিক বিরোধের কারণে দীর্ঘ ২০ বছর ধরে এ বিহারে অনুষ্ঠিত হয়নি প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দানোৎসব।
অবশেষে দীর্ঘ ২০ বছর পর দায়ক-দায়িকাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবারণা পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সে সাথে আগামী ২ নভেম্বর এ বিহারে ২০ বছর পর কঠিন চীবর দানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা। সভাপতিত্ব করবেন পটিয়ার শাসনপ্রিয় মহাস্থবির। ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জীনবোধি ভিক্ষু। উদ্বোধনী বক্তব্য রাখবেন বিহার অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবির।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.