সেলফি যখন মানসিক সমস্যা

0

রোমেল রহমান/বাবর মুনাফ : সেলফি তুলতে যারা সারাক্ষণ নিজের চেহারা ও পোষাক নিয়ে ব্যস্ত। যারা রেষ্টুরেন্টে খাওয়া বাদ দিয়ে, শপিংমলে শপিং বাদ দিয়ে, বন্ধুদের সঙ্গে থেকে আড্ডা বাদ দিয়ে ঘরোয়া উৎসব, সামাজিক উৎসবে শামিল না হয়ে শুধু সেলফি তোলাতে মগ্ন তারা মানসিকভাবে অসুস্থ বলেই বলছেন চিকিৎসকরা।

এই মানসিক সমস্যার নাম ‘‘সেলফিটিস’’। সেলফি তোলার সঙ্গে নার্সিমিজম ও আসক্তির সম্পর্ক থাকতে পারে। সেলফি আসক্তরা ধীরে ধীরে এই আসক্তিতে মগ্ন হয়ে নানা দুর্ঘটনারও জন্ম দিচ্ছেন।
২০১৪ সালে সেলফি তুলতে গিয়ে সারাবিশ্বে ৩৩ হাজার মানুুষ দুর্ঘটনায় আহত হন। সেলফি তুলতে গিয়ে মৃত্যুর হিসাব বা তালিকা বাড়ছে দিন দিন। এ অবস্থা আরও আশংকাজনক হয়ে মারাত্মক আকার ধারণ করছে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে সেলফি।
বের হয়েছে বাজারে সেলফি স্টিকও। আমাদের দেশেও কম যায় না। খাদিজা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন দেশের নারী নেত্রীরা সেলফি তুলতে ছিলেন ব্যস্ত। বিচিত্র এ দেশ। সেলুকাস !

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.