নোবেলের অনুকরণে ভারতের ‘নমিষ্য সম্মান’ পুরস্কার

0

অনলাইন ডেস্ক : আলফ্রেড নোবেলর ভাবনার পথ ধরে ভারতেও চালু হতে যাচ্ছে ‘নমিষ্য সম্মান’ নামে তাদের নিজস্ব নোবেল পুরস্কার। জানা যায়, প্রতিবছর এই পুরস্কার প্রদানের ক্ষেত্র হিসেবে সুইডিশ অ্যাকাডেমির মতোই শান্তি, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, মানবাধিকারের মতো বিভাগগুলিকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ পুরস্কারকে আরএসএস কর্মীরা ভারতের নিজস্ব নোবেল প্রাইজ বলে দাবি করতে শুরু করেছেন।

আরএসএসের সাংস্কৃতিক শাখাই এই পুরস্কারের আয়োজন করেছে। তবে সংঘের দাবি, এই ভাবনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর। মন্ত্রীই তাদের এই পুরস্কার চালুর ব্যাপারে উৎসাহিত করেছেন। সেই মতো নোবেল পুরস্কারে যে যে বিষয়ে পুরস্কৃত করা হয়, সে রকম বিভাগগুলিকেই বেছে নেওয়া হয়েছে ‘নমিষ্য সম্মান’ পুরস্কার প্রদানের ক্ষেত্র হিসেবে। আর এ পুরস্কার প্রদানে বিচারক হিসেবে থাকবেন দেশ ও বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা।

আগামী মাসে শুরু হতে যাওয়া ‘রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব’-এ পুরস্কারটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো অনুষ্ঠানের জন্য ব্যয় করা হবে প্রায় ২২০ কোটি টাকা। আর নমিষ্য সম্মান’ পুরস্কারের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭০ কোটি টাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.