রাঙামাটিতে জেলা প্রশাসনের আলোচনা সভা

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি জেলা প্রশাসকের আগামী তিন বছরের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন’র আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশিল সমাজের নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীবৃন্দ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, বাংলাদেশ সরকার ২০২১ সালের ভিশনকে বাস্তবায়ন করতে আমাদের প্রতিটি জেলাকে একটি পরিকল্পনা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এমন কিছু পরিকল্পনা হাতে নিতে হবে যা বাস্তবায়ন করতে পারলে আমাদের জেলার সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে এবং এর সাথে সাথে দেশ উন্নয়নে কাজে লাগে।
তিনি আরো বলেন, ১ বছরের ৪টি প্রান্তিকে ভাগ করে এই পরিকল্পনা করা হবে, এমন পরিকল্পনা করতে হবে যা বাস্তবায়ন যোগ্য।
কোন একক সম্প্রদারের জন্য এই পরিকল্পনা করা হবে না, পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের সার্বিক উন্নতির জন্য এই পরিকল্পনা গ্রহন করা হবে।
সভায় অংশগ্রহনকারী সুশিল সমাজের ব্যাক্তিবর্গ নিজ নিজ মন্তব্য উপস্থাপন করেন।
যা আলোচনার মাধ্যমে পরিকল্পনা গ্রহন করা হবে এবং একটি কোর কমিটি গঠন করা হবে বলে জেলা প্রশাসক মন্তব্য করেন।
রাঙামাটি: ১৮ অক্টোবর ২০১৬ইং
০১৭৮৩৭৯৬৬৪৬

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.