রাঙামাটিতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল’র ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু চলচ্চিত্র প্রদশর্নী আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ শিশু একাডেমী রাঙামাটি জেলা শাখার আয়োজনে রাঙামাটি শিশু একাডেমী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু সংগঠক অঞ্চনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
এতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি শিশু নিকেতনের প্রধান শিক্ষক মোস্তফা কামালসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলার নেতা, তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিলো। তিনি যদি আরো কিছু দিন বেঁচে থাকতো তবে দেশকে আরো উন্নত করা সম্ভব হত। কিন্তু ঘাতকরা তাকে নির্মম ভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশের অনেক বড় ক্ষতি করেছে।
বক্তারা আরো বলেন, সে দিন বঙ্গবন্ধু সাথে তার ছেলে রাসেলকেও সে ঘাতকরা হত্যা করে। তারা এই ছোট শিশুটাকেও সে দিন বাঁচতে দেয় নি।
এই ইতিহাস সম্পর্কে সকল শিক্ষার্থীকে জানার জন্য আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভার শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.