খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

0

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ও আলুটিলা বিশেষ পর্যটন এলাকা প্রকল্প বাতিলের দাবিতে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংগঠনগুলোর ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি শহরের কয়েকটি জায়গায় হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। শহরের কিছু দোকানপাট, টমটম ও রিকশা চলাচল করলেও দূরপাল্লাসহ অভ্যন্তীরণ সড়কে অন্য কোনো যানবাহন চলছে না। পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্রঐক্য পরিষদ সোমবার এ হরতাল কর্মসূচি ঘোষণা করে।

হরতালের সময় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে জানিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.