চন্দনাইশে সন্তোষ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান

0

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোক বসবাস করে এবং তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে। বর্তমানে কিছু সন্ত্রাস ও জঙ্গীবাদ মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশকে নসাৎ করার জন্য। কিন্তু বর্তমান সরকার জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সকল ধর্মের মানুষের বসবাস করার অধিকার রয়েছে।

আজ ২ নভেম্বর বিকালে চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা সন্তোষ বিহারের শুভ কঠিন চীবর দান উপলক্ষে আলোচনা সভা বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ভদন্ত শ্রীমৎ শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা।
বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র হেলাল উদ্দিন চৌধুরী, শ্রীমৎ জিনানন্দ মহাথের।
স্বাগত বক্তব্য রাখেন বিহার অধ্যক্ষ শ্রীমৎ শীলরক্ষিত মহাস্থবির।
ধর্মীয় আলোচক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথের, এস অনুরুদ্ধ মহাথের, শ্রীমৎ সোমানন্দ মহাথের, শ্রীমৎ শাসনবংশ মহাথের, শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি থের, শ্রীমৎ শীলানন্দ মহাথের, শ্রীমৎ মৈত্রীপ্রিয় মহাথের।
এর পূর্বে অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রভাতফেরী, বিশ্বশান্তি কামনায় সমবেত বুদ্ধপূজা এবং সমবেত প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিষ্কারসহ সংঘদান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.