রাউজানে মাদকদ্রব্যসহ ৩ আটক

0

রাউজান প্রতিনিধি : রাউজান থানাধীন নোয়াপাড়া বাজারের পথের হাট এলাকায় মাদক কেনা-বেচার সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যবসায়ীরা হলেন, উপজেলার পথের হাট এলাকার মৃত দীনেশ মালাকারের ছেলে রনজিত মালাকার (৪৯) ও অনিল মালাকারের ছেলে আবির মালাকার (১৯) এবং রঘুনন্দন হাট এলাকার খোকন গুপ্তের ছেলে জয়গুপ্ত (২১)।

র‌্যাব সূত্র জানায়, ওই এলাকার রনজিত মালাকারের বাড়ির সামনের আঙ্গিনায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে মেজর এস এম সুদীপ্ত শাহীনের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ৮৫০ লিটার চোলাই মদ, ৯০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫ হাজার ৭৫২ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার লাখ ৩১ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.