জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ডে চন্দনাইশের সম্ভাব্য প্রার্থী যারা

0

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ : আগামী ২৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১০, ১১, ১২ নং ওয়ার্ডে সদস্য পদে চন্দনাইশের প্রাক্তন মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী সম্ভাব্য প্রার্থী। তিনি দক্ষিণ জেলা মহিলা আ’লীগ নেত্রী, দক্ষিণ জেলা সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা’৭১ এর সাধারণ সম্পাদক, উইম্যান চেম্বারের পরিচালক, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম ও চট্টগ্রাম একাডেমীর আজীবন সদস্য, চট্টগ্রাম লেডিস ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে।

অপরদিকে, ১১নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে চন্দনাইশ থেকে উপজেলা আ’লীগের সভাপতি ও দক্ষিণ জেলা আ’লীগের নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. সিহাব উদ্দিন রতন সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকা চষে বেড়াচ্ছেন।
জানা যায়, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ব্যক্তিগত জীবনে একজন ব্যবসায়ী, সমাজ সংগঠক। তাছাড়া তিনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিজিসি ট্রাষ্টের ট্রাষ্টী বোর্ডের সদস্য, চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের সুষ্ঠু ও ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন।
উল্লেখ্য যে, তিনি সাবেক সাংসদ, বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদের নিকটতম আত্মীয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগের তিন তিনবার যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন।
অপরদিকে উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. সিহাব উদ্দিন রতন মুক্তিযুদ্ধের সংগঠক, চন্দনাইশ থানা আ’লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ এফ এম মনছফ আলী মাষ্টারের ছেলে। তিনি ১৯৭৮ সালে এসএসসি, ৮১ সালে এইচএসসি, ৮৫ সালে বিএ (সম্মান), ৮৭ সালে এমএ, ৮৮ সালে এলএলবি, ৯০ সালে এডভোকেটশীপ নিয়ে আইন পেশায় জড়িত রয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম জেলা জজ আদালতের এডিশনাল জিপি হিসেবে কর্মরত আছেন। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কার্যকরী সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবীদের সংগঠন সাঁকো’র প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ব্যাংক ও দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর আইন উপদেষ্টা, মুক্তিযোদ্ধা মাষ্টার মনছফ আলী মাষ্টার স্মৃতি বৃত্তির প্রতিষ্ঠাতা, ফাউন্ডেশনের সভাপতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তাঁর সহধর্মিনী সরকারি মুসলিম হাই স্কুলের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.