শিক্ষক নিবন্ধন পরিপত্রের বিষয়ে রুল হাইকোর্টের

0

সিটিনিউজবিডি : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অনুসরণীয় পদ্ধতি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৫ সালের জারি করা পরিপত্র কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম. মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাফায়েত জামিল ও অ্যাডভোকেট মো. আল আমিন।

শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সাতজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী হুমায়ন কবির বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালা ২০০৬ বহাল থাকা অবস্থায় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অনুসরণীয় পদ্ধতি’ শিরোনামে এক পরিপত্র জারি করে।

তিনি বলেন, মূল বিধিমালায় বলা হয়েছে- পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রার্থীদের যাচাই-বাছাই করতে হবে। কিন্তু ২০১৫ সালের পরিপত্রে পরীক্ষা ছাড়াই প্রার্থীদের যাচাই-বাছাই করার কথা বলা হয়েছে। এটা মূল বিধিমালার সঙ্গে সাংর্ঘষিক।

এই পরিপত্র চ্যালেঞ্জ করে আশরাফুল আলম নামের একজন পরীক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন বলে জানান আইনজীবী হুমায়ন কবির।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.