আজ বিপিএলে দুপুরে রাজশাহীর মুখোমুখি খুলনা

0

খেলাধুলা : আর কিছুক্ষণ পর বিপিএলের আজ বুধবার প্রথমবারের মতো মাঠে নামছে রাজশাহী ও খুলনা টাইটান্স। বেলা ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাব্বিরের রাজশাহীর মুখোমুখি হবে মাহমুদউল্লাহর খুলনা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আবুল হাসান, রনি তালুকদারের মতো তারকা ক্রিকেটারেরা রয়েছেন রাজশাহী কিংসে। দলটির অধিনায়কের দায়িত্বে আছেন দু’বারের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।

অপরদিকে খুলনায় বড় কোনো তারকা নেই! তবে পরীক্ষিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর আস্থা রাখছে দলটি। বিপিএলের নিয়মিত তারকা কেভিন কুপার এবার খেলবেন খুলনায়। ৪৯টি উইকেট নিয়ে বিপিএলের সর্বাধিক উইকেটশিকারি এ ক্যারিবিয়ান। সঙ্গে আছেন সতীর্থ আন্দ্রে ফ্লেচার ও লেন্ডল সিমন্স। এছাড়া নিকোলাস পুরান, রিকি ওয়েলস, বেন হওয়েলের মতো উদীয়মান ক্রিকেটারদের নিয়েছে খুলনা।

রাজশাহী কিংসের খেলোয়াড়রা :
সাব্বির রহমান (আইকন), ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সালমান হোসেন, ইবাদত হোসেন, দেলোয়ার হোসেন, রকিবুল হাসান, আবুল হাসান, রনি তালুকদার, ড্যারেন স্যামি, উপল থারাঙ্গা, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, উমর আকমল, কেসরিক উইলিয়ামস, মিলিন্ডা সিরিবর্ধনা।

খুলনা টাইটান্সের খেলোয়াড়রা :
মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শুভাগত হোম, আরিফুল হক, আবদুল মজিদ, অলক কাপালি, মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, তাইবুর রহমান, আবদুল হালিম, হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, কেভন কুপার, বেনি হাওয়েল, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনাইদ খান, বেন লাফলিন, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.