চুরি হচ্ছে জ্বালানী তেল

0

বাবর মুনাফ/রোমেল রহমান : চট্টগ্রাম বন্দরে বছরে অর্ধশত কোটি টাকার আমদানী করা জ্বালানী তেল চুরি হচ্ছে। বন্দর জেটি থেকে বর্হিনোঙর পর্যন্ত জাহাজ থেকে এ তেল লোপাটে জড়িত চট্টগ্রামের প্রভাবশালী একটি সংঘবদ্ধ চক্র।

তারাই অয়েল ট্যাংকার থেকে কৌশলে আমদানী করা নানা ধরনের জ্বালানী তেল চুরি করছে। বিপিসি চুরি যাওয়া এই তেলকে অপারেশনাল বা ট্রানজিট লস দেখিয়ে গোঁজামিলের হিসাব দিচ্ছে। বঙ্গোপসাগরে ছোট ছোট নৌকায় ড্রামে ভর্তি করে প্রকাশ‌্যেই জ্বালানী তেল চুরি হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, আমদানী হয়ে আসা অয়েল ট্যাংকারে সার্ভে চালায় তেল কোম্পানী সমূহের নিয়োজিত সার্ভে প্রতিষ্ঠান। এসব তেল পাচারে বিপিসি ও দুর্নীতিবাজ তেল কোম্পানীর কর্মকর্তারা জড়িত। একটি বড় সিন্ডিকেট এই তেল পাচারে কাজ করছে। পতেঙ্গার ডলফিন জেটিতে তেলের নয় ছয় হিসাব এখানে করেন তেল কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.