রাজশাহীতে কৃষকের ঈদ

0

সিটিনিউজবিডিঃ রাজশাহীকে বলা হয় দেশের আমের রাজধানী! সেখানেই এবার ধারণ করা হয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’। রাজশাহীর পবা উপজেলার দামকুড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ১৪ জুন চ্যানেল আইয়ের আয়োজনে এর চিত্রায়ন হয়।

পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

এ আয়োজনে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের আমের ইতিহাস ও ঐতিহ্য। একই সঙ্গে উঠে এসেছে এ বছর আমের চাষ ও ফলনসহ আমকেন্দ্রিক নানা বিষয়।

গত ১০ বছরের ধারাবাহিকতায় ‘কৃষকের ঈদ আনন্দ’তে এবারও থাকছে সাতটি খেলা। এগুলো হচ্ছে আম পেড়ে সাঁকো পার, আম খাওয়া, ঝুড়িতে আম নিক্ষেপ, ঝিনুক দিয়ে আমছোলা ও বউ সাজানো, বাচ্চাদের আম দৌড়, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা ও বালিশ লড়াই। থাকছে রাজশাহীর ঐতিহ্য, স্মৃতি ও প্রসিদ্ধ বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র।

কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইতে প্রচার হবে আসন্ন রোজার ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.