২০১৯ সালে নৌকা প্রতীককে জয়ী করতে মহানগর যুবলীগ প্রস্তুতি নিচ্ছে

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দিনব্যাপি কর্মসূচি পালিত হয়। গতকাল শুক্রবার সকাল ৯টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংগঠনের স্থপতি শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাদে মাগরিব খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহাবুবুল হক সুমন, মহানগর যুবলীগ সদস্য সুরথ কুমার চৌধুরী, এড. আনোয়ার হোসেন আজাদ, আকবর হোসেন, হাসান মুরাদ বিপ্লব, মো. লোকমান, আবুল কালাম আবু, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, একরাম হোসেন, মাহাবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহম্মদ, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম মকবুল, আবদুর রহিম, এস. এম সাঈদ সুমন, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, সালেহ আহম্মদ দীঘল, আবদুর রাজ্জাক দুলাল, আসহাব রসুল জাহেদ, নাছের তালুকদার, প্রবীর দাশ তপু, আবদুল আউয়াল, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন কুমার মল্লিক, শেখ নাছির আহম্মদ, ওয়াসিম উদ্দিন, নাজমুল হাসান সাইফুল, সনত বড়–য়া, দেলোয়ার হোসেন দেলু, হাজী মুহাম্মদ ইব্রাহিম, আলমগীর আলম, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম শামীম, শাহেদুল ইসলাম শাহেদ, সরোয়ার খান, সাইফুর রহমান রাজু, মোস্তাক আহমেদ টিপু, কপিল উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, আফতাব উদ্দিন রুবেল, শাকিল হারুন, হোসেন সরোয়ার্দ্দী সরোয়ার, তানভীর আহমেদ রিংকু, শাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন খান, ওয়ার্ড যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদকদের মধ্যে তারেক ইমতিয়াজ ইমতু, মো. হারুন, মাঈনুল ইসলাম, হাজী আবদুল মান্নান, জামাল উদ্দিন রাজু, অধ্যাপক নাজিম উদ্দিন, আবুল কালাম আবু, আবুল বশরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের এবং ২০১৯ সালের নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার জন্য যুবলীগ প্রস্তুতি নিচ্ছে। বর্তমান আওয়ামীলীগ সরকারের সকল অর্জন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যুবলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে এবং ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করতে যুবলীগ সদাসচেষ্ট থাকবে। সভাশেষে কেক কাটার মধ্যদিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.