পটিয়ায় জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবীতে মানববন্ধন

0

পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পটিয়ার থানার মোড় এলাকায় চলমান কপ-২২ সম্মেলনে জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তহবিল ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবীতে মানবন্ধন কর্মসূচির পালন করা হয়।
এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি স্বত:ফূর্ত অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন। এ সময় তাঁরা বলেন, শিল্পন্নোত দেশের অতিরিক্ত মুনাফা লাভের প্রবনতাই বর্তমান বিশে^র জলবায়ুর বিরুপ পরিবর্তন এসেছে। যার ফলে বর্তমান বিশ^ প্রচন্ড গরম, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছাস, লবনাক্ততা, সমুদ্রের পানির উচ্চতাবৃদ্ধিসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আর এসব সমস্যায় সবচেয়ে বেশী দায় নিতে হচ্ছে ক্ষতিগ্রস্থ হচ্ছে তালিকার শীর্ষে থাকা বাংলাদেশসহ অন্যান্য দ্বীপ রাষ্ট্রসমূহকে। এসব সমস্যা সমাধানে অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশ সমুহকে সাথে নিয়ে ঋণের পরিবর্তে প্রতিশ্রুত ক্ষতিপূরন আদায়ে বাংলাদেশকে কপ-২২ সম্মেলনে জোরালো ভূমিকার পালনের আহবান জানান। একই সাথে জলবায়ু অর্থায়নে সকল প্রকল্পে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মতামত গ্রহণ ও প্রাধান্য দেয়া, স্বচ্ছতা ও জবাদিহিতা প্রতিষ্ঠা এবং নাগরিক সমাজের অংশগ্রহন নিশ্চিত করার দাবী জানানো হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি ডা. কে আকতার, সনাক সদস্য এডভোকেট কবিশেখর নাথ, সাংবাদিক এটিএম তোহা, সনাক সহ-সভাপতি শীলা দাশ, তাড়না ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সোলাইমান, ব্র্যাকের ম্যানেজার সত্য নারায়ন পাল, পটিয়া পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কান্তি লাল ভট্টাচার্য, হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবদুল খালেক। টিআইবি’র সুপারিশ উপস্থাপন করেন এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.