সাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত

0

আনোয়ারা প্রতিনিধি : সাগরে মাছ ধরার সময় জলদস্যুর গুলিতে সেলিম উদ্দিন (৩৩) নামের এক জেলে নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার মাছ ধরতে সাগরে যায় উপজেলার রায়পুর ইউনিয়নের আবদুন নুরের মালিকানাধীন নৌকা এফবি মালেক শাহ। শনিবার রাত সাড়ে তিনটার সময় নৌকার মাঝিমাল্লারা কুতুবদিয়ার পশ্চিমে মাছ ধরার সময় জলদস্যুদের কবলে পড়েন। দস্যুরা গুলি চালিয়ে নৌকায় উঠে মাছ, জাল এবং নৌকা নিয়ে তাঁদের আরেকটি নৌকায় তুলে দেয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সেলিম উদ্দিন নামের এক জেলে। রোববার সকালে নৌকার অন্যান্য মাঝিমাল্লারা সেলিমের লাশ উপকূলে নিয়ে আসেন।
জলদস্যুদের হাতে সেলিমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, সাগরে জলদস্যুরা বেপরোয়া হয়ে পড়েছে, এ থেকে রক্ষা পেতে আমরা প্রশাসনের সাহায্য চাই।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সাগরে জলদস্যুর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নিহতের পরিবার বা নৌকার মালিক এখনো থানায় অভিযোগ করেনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.