চন্দনাইশে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আসন্ন পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়।  দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়: চন্দনাইশ পৌরসভার দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক উৎপল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে হাফছা খানম, জসিম উদ্দিন, কুলসুমা আক্তার, আয়শা নাজনিন, আতিকা নুসরাত আইরিন, নোমান উদ্দিন, কামরুল ইসলাম, রোকসানা শিরিন, শিক্ষার্থী রায়হানাতুল জান্নাত সামিহা, সামশের উদ্দিন মাহী, এনি দাশ, কেয়া বড়ুয়া প্রমুখ। পরে অতিথিবৃন্দ পিএসসি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক জাকের হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাষ্টার আহসান ফারুক। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাকের হোসাইন। উদ্বোধক ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মো. আইয়ুব, সহ-সভাপতি আবদুল মাবুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক যথাক্রমে নাজিম উদ্দিন, কামাল উদ্দিন, মাসুমা নিশাত, জোবাইদা সুলতানা, সাঈদা আক্তার, সুরাইয়া বেগম, শিক্ষার্থী মরিয়ম ছিদ্দিকা মুমু, সুরাইয়া ইসলাম, কাশফুল আসরার প্রমুখ।

মমতাজ অলি প্রি-ক্যাডেট স্কুল : চন্দনাইশ পৌরসভার মমতাজ অলি প্রি-ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ কামরুন্নেছা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক এস এম মহিউদ্দিন, পরিচালনা পরিষদ সভাপতি সহকারী অধ্যাপক খায়রুজ্জামান, শিক্ষক যথাক্রমে আনসার উদ্দিন, কামরুন্নাহার, রায়হান উদ্দিন, মনোয়ারা বেগম, জোহরা আক্তার, নুসরাত সুলতানা, মুন্নি আক্তার প্রমুখ।

আল-আমিন শিশু নিকেতন : উপজেলার পাঠানদন্ডী আল-আমিন শিশু নিকেতনের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ সুনির্মল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে দিবাকর বড়ুয়া, ঝিনুক গুপ্তা, জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, লুপা বড়ুয়া, শিক্ষার্থী আছিয়া আনজুম আরজু। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

চিটাগাং মডার্ণ স্কুল এন্ড কলেজ : গত ১৬ নভেম্বর সকালে নগরীর চান্দগাঁওস্থ চিটাগাং মডার্ণ স্কুল এন্ড কলেজের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি বিদ্যালয় ক্যাম্পাসে অধ্যক্ষ মো. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদ সভাপতি এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক ব্যাংকার মোরশেদুল আলম, পরিচালক যথাক্রমে আনোয়ার হোসেন, ফোরকান আলম, শিক্ষক যথাক্রমে কানিজ ফাতেমা, আশরাফুন্নাহার সুমি, ডলি আক্তার, জুলি খাতুন, রাজিয়া সুলতানা, তাহমিনা আক্তার, তাসলিমা আক্তার, রিয়া দেবী, বাপ্পী দেবী, শিক্ষার্থী ফাহিদ, জাহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, তোহা, নয়ন নাথ প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। 

মোস্তফাবাগ প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ : গত ১৫ নভেম্বর সকালে নগরীর বাকলিয়াস্থ মোস্তফাবাগ প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ক্লাস পার্টি বিদ্যালয় ক্যাম্পাসে অধ্যক্ষ নাসরিন আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদ সভাপতি এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক যথাক্রমে আবু তাহের, কদরুন্নেছা খানম প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.