মোছলেম উদ্দিনের উপর হামলার প্রতিবাদে চন্দনাইশ আ.লীগের বিক্ষোভ মিছিল

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের উপর হামলার প্রতিবাদে চন্দনাইশে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের উপর দুস্কৃতিকারী কর্তৃক হামলার প্রতিবাদে চন্দনাইশ উপজেলা ও পৌর আ’লীগ পৃথক পৃথক প্রতিবাদ সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

গতকাল ২০ নভেম্বর বিকালে উপজেলা আ’লীগের উদ্যোগে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট চত্বরে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আহসান ফারুকের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, আমিন আহমদ চৌধুরী রোকন, আবদুল্লাহ আল নোমান বেগ, আ’লীগ নেতা বাবর আর্লী ইনু, সাখাওয়াত হোসেন শিবলী, হেলাল উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন, মেম্বার জাহাঙ্গীর আলম, শেখ হেলাল উদ্দিন, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদুল আলম ইমতিয়াজ, মো. আলমগীর, এস এম রাশেদ, ওমর ফারুক প্রমুখ।
এদিকে চন্দনাইশ পৌরসভা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে এ উপলক্ষে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পরে। পরে কৃষি ব্যাংক চত্বরে বিক্ষোভ সমাবেশ পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা এম শাহাদাৎ নবী খোকার সঞ্চালনায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা বলরাম চক্রবর্তী, সমীরণ দাশ তপন, সিহাব উদ্দিন, কাজী মো. ইকবাল, মাহাবুবুল আলম, আবুল কালাম, আবুল কাসেম, আকবর আলী, মো. সামশু, মতি মেম্বার, আবদুল জলিল, স্বপন চৌধুরী, সন্তোষ দাশ গুপ্ত, মোজাফ্ফর আহমদ, আনোয়ার মেম্বার, পৌর যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, সফিউল আজম, উপজেলা প্রজন্মলীগের সভাপতি নাজিম উদ্দিন, যুবলীগ নেতা মোসলেম উদ্দিন, মো. আরিফুল ইসলাম, মো. ইব্রাহিম, ছাত্রলীগ নেতা করম উল্লাহ, মো. রেজাউল করিম, মো. টিটু, তারিফ চৌধুরী প্রমুখ।
অপরদিকে চন্দনাইশ কৃষকলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন উপজেলা কৃষকলীগের মাষ্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। পৃথক পৃথক সমাবেশে বক্তাগণ দক্ষিণ জেলা আ’লীগের সভাপতির উপর দুস্কৃতিকারীদের হামলারকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সে সাথে এ সকল কুচক্রীমহল এ হীনমন কাজে ঈন্দন দিয়েছেন, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। পরে উভয় সমাবেশ থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.