রাজশাহীকে ১৮৩ রানের টার্গেট দিল ঢাকা

0

খেলাধুলা : বিপিএলে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য রাজশাহীকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা।

আগে ব্যাট করতে নেমে ঢাকার স্কোরশিটে ৭১ রান যোগ করেন মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারা। দুর্দান্ত ফর্মে থাকার মেহেদী মারুফ এদিন থেমেছেন আবুল হোসেন রাজুর শিকার হয়ে। ২৫ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করেন ঢাকার এই ওপেনার। ঢাকার অপর ওপেনার কুমার সাঙ্গাকারা তুলে নিয়েছেন ফিফটি। চলতি আসরে এটা তার প্রথম হাফ সেঞ্চুরি। ফরহাদ রেজার কাছে ধরাশায়ী হওয়ার আগে ৪৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৬৬ রান করেন শ্রীলঙ্কার এই কিংবদন্তী।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মোসাদ্দেক হোসেন সৈকত এ যাত্রায় আউট হয়েছেন ১৩ রান করে। তিনিও শিকার ফরহাদ রেজার। ব্যক্তিগত ৮ রানে মোহাম্মদ সামির বলে সরাসরি বোল্ড হন ম্যাট কোলস। আর সেকুগে প্রসন্ন ৩৪ ও সাকিব আল হাসান ১৮ রানে অপরাজিত থাকেন।

রাজশাহীর পক্ষে দুটি উইকেট লাভ করেন ফরহাদ রেজা। একটি করে উইকেট দখলে নিয়েছেন আবুল হোসেন রাজু ও মোহাম্মদ সামি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.