শুক্রবার সভা সমাবেশের উপর বোয়ালখালী প্রশাসনের নিষেধাজ্ঞা

0

বাবর মুনাফ : উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষায় বোয়ালখালীতে আগামীকাল শুক্রবার সকল প্রকার সভা সমাবেশ, মিছিল না করার জন্য আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনকে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সভা সমাবেশ ও মিছিলের আয়োজন করছে বা করেছে খবরে উপজেলা প্রশাসন ২৪ নভেম্বর বিকেলে এক জরুরী আইন শৃঙ্খলা সভার আয়োজন করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম বলেন, মিয়ানমারের ঘটনায় আমরা খুবই মর্মাহত। এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনাকে কেন্দ্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি মূলক ছবি দেয়া হচ্ছে। ফলে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ও আইন শৃঙ্খলা রক্ষায় সকল প্রকার সভা সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মনির উদ্দিন খান, বোয়ালখালী নিউজ ডট কমের সম্পাদক আবুল ফজল বাবুল, আ’হলে সুন্নাত ওয়াল জা’মাত এর বোয়ালখালী শাখার আহ্বায়ক মাওলানা শোয়াইব রেজা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর বোয়ালখালী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ফখরুদ্দিন, ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিসদের সহ-সবাপতি কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, বোয়ালখালী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সজল চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিহির বরণ বড়ুয়া, পৌর যুব সেনার সাধারণ সম্পাদক মো. সেকান্দর মিয়া, ছাত্র সেনা বোয়ালখালী পৌরসভার সভাপতি মো. সাইফুদ্দিন, উপজেলা জাসদের সহ-সভাপতি ওবাইদুল হক ও কাজী এম এ জলিল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.