সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়তে হবে – মহিউদ্দিন চৌধুরী

0

চট্টগ্রাম অফিস :  মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় মুক্তিযুদ্ধের চেতনায় গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মেধাবী ছাত্ররা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পরে সেদিকে সকল সচেতন মহলকে সজাগ থাকতে হবে এবং মেধা বিকাশের জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়ন জোড়ালো হবে পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্ণীতিমুক্ত সমৃদ্ধশালী দেশ হবে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা বীর বাঙালির অহংকার- এই স্লোগানকে সামনে রেখে বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা’২০১৬। এই উপলক্ষে আজ বিকাল ৪টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে কোতোয়ালী ও সদরঘাট থানা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভা কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ আহমদ এর সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী (সি.ইন.সি স্পেশাল), মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকী, অর্থসচিব পান্টু লাল সাহা, নগর আওয়ামীলীগের চন্দর ধর, মশিউর রহমান চৌধুরী, মোঃ আবুল মনছুর, পেয়ার মোহাম্মদ, ললিত কুমার দত্ত, মোজাহেরুল ইসলাম, সলিমউল্লাহ বাচ্চু, জহির আহমদ চৌধুরী, মিথুন বড়–য়া, এস.এম.সাঈদ সুমন, এইচ.এম ফজলে রাব্বী সুজন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.