মীরস্বরাইতে সেতু কাহিনী

0

নবী চৌধুরী : মিরস্বরাই উপজেলার বারইয়ার হাট থেকে করের হাট ও রামগড় অংশের সবকটি বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপুর্ন। ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের এই ব্রীজগুলি জোড়াতালি দিয়ে চালানোর ফলে দিন দিন দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সড়ক ও জনপদ বিভাগ এই ব্রীজগুলি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার করেরহাট থেকে রামগড় পর্যন্ত ১০টি বেইলি ও নেরো ব্রীজের রেলিংগুলো জং ধরে নষ্ট হয়ে মাঝামাঝিতে গর্তের সৃষ্টি হয়েছে। করেরহাট ও বালুটিলার দুটি এবং তুলাতলি এলাকার ব্রিজগুলো আশঙ্খাজনক। এই ব্রীজগুলো অবিলম্বে সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.