বক্স অফিসে দিকে এগোচ্ছে ‘ডিয়ার জিন্দেগী’

0

বিনোদন : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবি মানেই বক্স অফিস হিট। তবে এবার বক্স অফিসে একটু দ্রুতই এগোচ্ছে ‘ডিয়ার জিন্দেগী’ ছবির।

এ ছবি দিয়ে প্রথমবারের মতো একই ছবিতে কাজ করেছেন বলিউড কিং শাহরুখ খান ও গ্ল্যামার গার্ল আলিয়া ভাট। অনেকে ভাবছেন, এই নতুন জুটিকে পর্দায় দেখতেই সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক।

বলিউডের বক্স অফিসের সূত্রে জানা যায়, ডিয়ার জিন্দেগী মুক্তির মাত্র চার দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৪০ কোটি রুপি। ভারতে মুক্তিপ্রাপ্ত হলগুলোর চেয়ে বেশি আয় হয়েছে দেশের বাইরের হলগুলো থেকে। জানা যায় দেশীয় হলগুলোতে ডিয়ার জিন্দেগী আয় করেছে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১২কোটি রুপি। এছাড়াও একই সময়ে ছবিটি মুক্তি দেয়া হয়েছিলো কানাডা এবং যুক্তরাজ্যেও। সেখানে ছবিটির চারদিনের আয় হয় মোট ২৭ কোটি ৪৫ লাখ রুপি। অচিরেই ছবিটি একশো কোটির ক্লাবে পৌঁছাবে। অনেকের ধারনা বছরের সেরা ব্যবসা সফল ছবি হতে যাচ্ছে ‌‘ডিয়ার জিন্দেগী’।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.