শিগগিরই রামগড়ে স্থল বন্দরের কাজ শুরু হবে : ওবায়দুল কাদের

0

শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি) : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাহাড়ে শান্তিচুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে ভুমি কমিশন পুনর্গঠন করে নতুন ভাবে কাযর্ক্রম শুরু হয়েছে। পার্বত্য চট্রগ্রামের মানুষ পিছিয়ে থাকতে পারেনা। এ এলাকার দারিদ্রতা আমরা যাদুঘরে পাঠাব।

মঙ্গলবার দুপুরে রামগড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি দলীয় নেতা-কমীদের ঐক্যবদ্ধ ভাবে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, খুব শিগগিরই রামগড়ে স্থল বন্দরের কাজ শুরু হবে। ফেনী নদীর ওপর রামগড়-সাবরুম সেতু হবে। যোগাযোগে আসবে অভূতপূর্ব উন্নয়ন। তিনি আরও বলেন দলের ভেতর কলহ কোন্দলকারীদের জায়গা হবে না- বসন্তেরকোকিলদের বিষয়ে সজাগ থাকতে হবে।
বঙবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের ঐক্যের প্রতীক। দলের ভেতর কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি পেতে হবে। সবাইকে নিয়ম মানতে হবে। মনের ভাষা বুঝে রাজনীতি করতে হবে।
সমাবেশ  শেষে রামগড়ের সোনাইপুল এলাকায় নির্মিয়মান একটি সেতু পরিদর্শন করেন।
সমাবেষে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, সাবেক মন্ত্রী দীপন্কর তালুকদার, স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.