রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন

0

জামাল জাহেদ : প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে মিয়ানমারে বর্বরোচিত অত্যাচারের পাশাপাশি নির্মম হত্যাকান্ড। মানুষের বিবেকের কোন ধর্ম থাকেনা,মানবতার কোন সীমা থাকেনা, মানুষ মানুষের জন্য বিবেক জেগে ওঠবেই এটাই প্রকৃত ধর্ম। ধর্ম বর্ন নির্বিশেষে মহেশখালীতে আজ এক কাতারে সহিংসতাবিরোধী মানববন্ধনে জনগন। মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকান্ড ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ জানাতে মানববন্ধন করছে আজ মহেশখালীর বৌদ্ধভিক্ষু আর রাখাইন সম্প্রদায়।
আজ শনিবার ৩ ডিসেম্বর দুপুর ১টায় মহেশখালী উপজেলা চত্বরে রাখাইনদের এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির একজন রাখাইন জানান, “মিয়ানমারে অত্যাচার কিংবা হত্যাকান্ড প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। যা অমানবিকতা। আমরা এ মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ জানানোর জন্য সচেতন তরুণ সমাজের পক্ষ থেকে মাঠে নামছি।” আমরা রোহিঙ্গা হামলা বন্ধে বন্ধপরিকর সারা পৃথিবীর মতো আমরা তাদের পাশে দাড়িয়েছি।
মানববন্ধনের উক্ত কর্মসুচি সফল করতে সকলের অংশগ্রহন ও সহযোগিতা প্রত্যাশা করছে আয়োজন কমিটি। আসুন পৃথিবীর সকল মানুষে মানুষে ভাতৃত্ব গড়ি শ্লোগানে মুখরিত হয়ে মহেশখালীতে বসবাসরত পৌরসভার বড়রাখাইন পাড়া,রাখাইনপাড়ার সকল সম্প্রদায়ের লোক সম্প্রীতিতে সহমর্মিতায় রোহিঙ্গা মুসলিম হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন গড়ে তোলেন।
মায়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা নির্যাতন বন্ধ করার দাবীতে মহেশখালী উপজেলায় বসবাসরত রাখাইন সম্প্রদায়ের মানব বন্ধন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় সাংসদ সদস্য জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সভাপতি জনাব এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌ,সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান,পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া,ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম সহ প্রমুখ।
এ ছাড়াও রাখাইন সম্প্রদায় এর নেতা বুড়ি মারমা,চাচিং মারমা, মংলাপ্রু সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.