যুব সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই

0

চন্দনাইশ প্রতিনিধি :  চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সবুজ বাংলা একতা সংঘের মতবিনিময় সভা গত ২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় উত্তর বরকল মোহাম্মদ আলীর টেক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠক মুহাম্মদ রাসেল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি, বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ ও বিজাতীয় নগ্ন সংস্কৃতির আগ্রাসনের লাগাম টেনে ধরে যুব সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ জুনু, মুহাম্মদ ফরিদুল আলম চৌধুরী, মোঃ সেলিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সংগঠক লায়ন মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আরিফুল ইসলাম। মুহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খোরশেদুল আলম সিকদার মিঠু, মুহাম্মদ আরফাত হোসেন, মোর্শেদুল আলম সিকদার টিপু, হারুন উর রশিদ রুবেল, মুহাম্মদ ইমরান হোসেন, আহমদ হোসাইন, মুহাম্মদ ফরমান উল্লাহ, মোঃ সাকিব, যিশু শীল, ইফতেখার হোসেন, শাহেদুল ইসলাম, বেলাল হোসেন, সুজন ঘোষ, সবুজ শ্যামন্ত, রবি, আদর্শ, আবুল কাশেম, মুহাম্মদ সুজন, মোঃ জয়নাল, মোঃ সায়েম, মোঃ সজিব, পলক, মোঃ নাজিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.