শেষ চারে উঠতে খুলনার দরকার ১৫৯ রান

0

খেলাধুলা : বিপিএলে আজকের (রোববার) দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করেছে ঢাকা ডায়নামাইটস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে সাকিব আল হাসানের দল। শেষ চারে উঠতে মাহমুদউল্লার খুলনার দরকার ১৫৯ রান।

এর আগে কুমার সাঙ্গাকারার অর্ধশতকে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেট হারিয়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় ঢাকা। দ্বিতীয় ওভারেই ব্রেকথ্রু এনে দিতে পারতেন শুভাগত হোম। ব্যক্তিগত ২ রানে জীবন পান কুমার সাঙ্গাকারা। মিড-অনে লঙ্কান ব্যাটিং জিনিয়াসের সহজ ক্যাচ হাতছাড়া করেন বেনি হাওয়েল। এর খেসারতই দিয়ে হয় খুলনাকে।

ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাঙ্গাকারা ও মেহেদী মারুফ। পাওয়ার প্লে’র ছয় ওভারে আসে বিনা উইকেটে ৫৫। সপ্তম ওভারে মারুফের (১৬) রানআউটে প্রথম ব্রেকথ্রু পায় খুলনা। অর্ধশতক হাঁকিয়ে ফেরেন সাঙ্গাকারা। ১২তম ওভারে তাকে বোল্ড করে ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করেন হাওয়েল। ততক্ষণে ৪১ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস উপহার দেন সাঙ্গাকারা। তাতে ছিল ৮টি চারের মার।

মারুফের পর রানআউটের শিকার হন নাসির হোসেন (১৯)। ১৪তম ওভারের প্রথম বলে প্রথম চেষ্টায় সাকিব আল হাসানকে রানআউট করতে ব্যর্থ হলেও স্ট্রাইকিং প্রান্তে বল ছুঁড়ে স্ট্যাম্প ভাঙেন বোলার মাহমুদউল্লাহ। এ যাত্রায় বেঁচে গেলেও খুব বেশিক্ষণ টিকতে পারেননি ঢাকা দলপতি।

পরের ওভারেই জোড়া আঘাত হানেন জুনাইদ খান। সাকিবকে (১১) আন্দ্রে ফ্লেচারের ক্যাচবন্দি করার পর সেকুজে প্রসন্নকে (১৪) এলবিডব্লুর ফাঁদে ফেলেন পাকিস্তানি পেসার। ১৯তম ওভারে রবি বোপারাকে (৬) ফেরান জুনাইদ। আর শেষ ওভারে মোসাদ্দেক হোসেনকে (২০) বোল্ড করে উইকেটের খাতায় নাম লেখান শফিউল ইসলাম।

কুমিল্লার জয়ের সুবাদে ঢাকা ও চিটাগং ভাইকিংসের সঙ্গে রাজশাহী কিংসের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। চতুর্থ দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিতের লড়াইটা এখন খুলনা ও রংপুরের মধ্যে। ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি টানতে পারলে চিটাগংকে তিনে নামিয়ে সরাসরি কোয়ালিফার-১ এ উত্তীর্ণ হবে খুলনা। হারলে নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে।

শেষদিকে এসে ছন্দ খুঁজে পাওয়া কুমিল্লা টানা চার ম্যাচ জিতে ষষ্ঠ স্থান নিয়ে এবারের আসর শেষ করলো (১০)। দুই পয়েন্ট পিছিয়ে তলানিতেই থাকলো মুশফিকের বরিশাল বুলস।

ঢাকা একাদশ: মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন, রবি বোপারা, সাকিব আল হাসান (অধিনায়ক), রন্সফোর্ড বিটন, সিকুজে প্রসন্ন, তানভির হায়দার, আবু জায়েদ।

খুলনা একাদশ: আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হাসানুজ্জামান, আব্দুল মজিদ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আরিফুল হক, শুভাগত হোম, বেনি হাওয়েল, জুনাইদ খান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.