বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টুডেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টুডেন্ট সোসাইটি’র ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান ব্যবসায় প্রশাসন ডীন প্রফেসর রনজিৎ কুমার দে এর সভাপতিত্বে ৬ ডিসেম্বর বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রনজিত কুমার ধর, প্রফেসর অজিত কুমার দাশ, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ একরাম উদ্দিন খান চৌধুরী, সহকারী অধ্যাপক সৌমেন চক্রবর্তী, স্পন্সর প্রতিষ্ঠান রবি এর রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ হামিদূল হক, বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যারয়ের প্রাক্তন ছাত্র টেলিটক বাংলাদেশ লিঃ এর এ্যাসিসটেন্ট ম্যানেজার এম এন্ড ডি মোঃ হাসনাইন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ব্র্যাক ব্যাংকের এ্যাসিসটেন্ট রিলেশনশিপ ম্যানেজার মুজিবুর রহমান মনি, বিএসএস এর সদস্য বর্তমান ছাত্র মোহাম্মদ মামুন চৌধুরী, আবদুল্লাহ্ আল নোমান, সৈয়দ মোহাম্মদ বোরহান উদ্দীন, তওহিদুল ইসলাম, তানভীর আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, আভিধানিক শিক্ষা গ্রহনের পাশাপাশি মানসিক বিকাশ সাধনে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহন করা একান্ত জরুরী। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লেখাপড়ার সাথে সাথে আমাদের অনেক কর্মকান্ড করতে হয় যা একার পক্ষে সম্ভব নয়, তবে বিভিন্ন সোসাইটি গঠনের মাধ্যমে তা অধিকতর সহজ হয়। যার প্রমাণ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন অনুষদের সংগঠন বিএসএস। কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলেন সেটি বড় কথা নয় কি শিখলেন সেটাই মূখ্য। আপনারা সকলে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সুনাম রক্ষা করবেন এই প্রত্যাশা করছি।
ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক ধীমান বড়ুয়া ও প্রভাষক সুলতানা আকতার এর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে বিএসএস এর সাংস্কৃতিক স্কোয়াড এবং বাংলাদেশের স্বনাম ধন্য ব্যান্ড ওয়ারফেইজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্পন্সর করেন  মোবাইল অপারেটর কোম্পানী রবি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.