পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া দল ঘোষণা

0

খেলাধুলা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মান বাঁচানো অ্যাডিলেড টেস্টের পুনর্গঠিত স্কোয়াডটিই অপরিবর্তিত রাখলো অস্ট্রেলিয়া। এবার এই দলটার উপরই ভরসা রেখে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা।

আগামী ১৫ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টায়। টেস্টের পর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত অজিরা। এরই মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে নিয়েছে স্বাগতিকরা। ৯ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে। শন মার্শকে ঘিরে অনিশ্চয়তা থাকায় তাকে ১২ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি। তার পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে। পার্থে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে তিনি আঙুলের ইনজুরিতে ভোগেন।

অন্যদিকে, নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজটি মোটেও ভালো যায়নি। দুই ম্যাচের একটিতেও তারা প্রতিরোধ গড়তে পারেনি। এবার মিসবাহদের চ্যালেঞ্জের নাম অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লিওন, জ্যাকসন বার্ড, চাদ সেয়ারস।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.