রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

0

রামগড় (খাগড়াছড়ি ) প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল দশটায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিশু কিশোর ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে উপজেলা টাউনহল প্রাঙ্গণ থেকে রামগড় বাজার -কালি মন্দির হয়ে শহীদ ক্যাপটেন কাদের এর কবরস্থান ঘুরে বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে এসে শেষ হয়।

বিজয় শোভাযাত্রা শেষে বেলা এগারটায় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে দিবসের গুরুত্বের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ৮ডিসেম্বর রামগড়বাসীর জীবনে এক গৌরবোজ্জল দিন। রামগড় হানাদারমুক্ত দিবসের আনন্দক্ষণে তাঁরা স্মরণ করেন রামগড়ের সেসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের যাদের মহান আত্বত্যাগের বিনিময়ে রামগড় হানাদারমুক্ত হয়।
রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তামান্না নাসরিন উর্মি আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন এএসপি রামগড় সার্কেল হুমায়ুন রশীদ, ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, কাজী আলমগীর, মনছুর আহমেদ, মোস্তফা হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.