১০ ডিসেম্বর বোয়ালখালীতে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

0

বাবর মুনাফ : আগামী ১০ ডিসেম্বর শনিবার বোয়ালখালীতে ৩১ হাজার ৩ শিশুকে ক্যাম্পেইনের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহ আফরোজা সালমা এ তথ্য জানান।
তিনি বলেন, `স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আগামী ১০ ডিসেম্বর শনিবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন করতে যাচ্ছে।
এ দিনে উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩শত ৫২জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭হাজার ৬শত ৫১জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
একই সঙ্গে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টি বার্তা প্রচার করা হবে।`
`আমরা ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা করতে চাই`।
তিনি বলেন, বর্তমানে ভিটামিন-এ এর অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা এক ভাগের নিচে রয়েছে।
ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে।
বোয়ালখালী উপজেলায় ২৫৪ কেন্দ্রে ৭৬২ জন স্বাস্থ্য সহকারী, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য কর্মী নিয়োজিত থাকবে। প্রতি ইউনিয়নে একজন করে মেডিক্যাল অফিসার কেন্দ্র পরিদর্শন করবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.