চন্দনাইশে ২ দিনব্যাপী প্রাণিপুষ্টি বিষয়ক কর্মশালা সম্পন্ন

0

নিজস্ব সংবাদদাতাচন্দনাইশ : চন্দনাইশে ২ দিনব্যাপী প্রাণিপুষ্টি উন্নয়ন প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা গত ১০ ডিসেম্বর সকালে প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আজ ১১ ডিসেম্বর সমাপনী দিনে “অধিক উৎপাদনশীল ঘাসচাষ প্রাণিপুষ্টি বিষয়ক প্রযুক্তি” এর উপর সংযোগ খামারী সুফলভোগী খামারীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। প্রশিক্ষণে ২৫ জন খামারী উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসাইন মোবাশ্বের উন্নত জাতের ঘাসচাষ পদ্ধতি, ঘাস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সম্বন্ধে ধারনা প্রদান করা হয়। মাল্টিমিডিয়ার সাহায্যে সাইলেজ ওহে তৈরি করণের ভিডিও প্রদর্শন করেন। ঘাস প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে খামারীগণ ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও প্রদর্শনী প্লটে জার্মান ঘাস ও নেপিয়ার পাকচং-১ ঘাস চাষ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে সুফলভোগী খামারীদের মধ্যে সনদ, বিনামূল্যে ভিটামিন ও কৃমিনাষক ঔষধ বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএলএ কনক বড়ুয়া, ভিএফএ আজিজ আহমদ, মাহাবুবুর রহমান, দোলন কান্তি দাশ, সুজন রক্ষিত, সুভাষ চন্দ্র চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.