রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন মুক্তিযোদ্ধা বিধান সেনের পরিবার

0

বাবর মুনাফ : বোয়ালখালীর মুক্তিযোদ্ধা বিধান সেনের পরিবার মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গ ভবনে যাবেন আগামীকাল ১৬ ডিসেম্বর শুক্রবার। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী বোয়ালখালীর বিধান কৃষ্ঞ সেন।

মহান বিজয় দিবস‘১৬ উপলক্ষে বঙ্গভবন আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহন করবেন বোয়ালখালীর বিধান কৃষ্ঞ সেনের পরিবার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিধান সেনের বড় ছেলে তুহিন সেন।
তিনি জানান, মহান বিজয় দিবস‘১৬ উপলক্ষে বঙ্গভবন আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহনের জন্য আমাদের পরিবারকে আমন্ত্রন জানানো হয়েছে। আগামীকাল বিকাল ৩.৪৫ মি. এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বেলা ২.৩০ টায় অতিথিবৃন্দের আগমন, বিকাল ৩.৪৫ মি. এ মহামন্য রাষ্টপতির আগমন, জাতীয় সংগীত পরিবশেন ও অতিথিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়ন করবেন রাষ্ট্রপতি।
আগরতলা ষড়যন্ত্র মামলার ১৩ নং আসামী মুক্তিযোদ্ধা বিধান কৃষ্ঞ সেন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কনজুরীর দারোগা বাড়ীর রাজেন্দ্র নারায়ন সেনের ছেলে । তিনি ১লা মে ২০০৪ সালে ঢাকায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে রেখে যান। বড় ছেলে তুহিন সেন ঢাকায়, শৈবাল সেন চট্টগ্রামে সৈকত সেন উখিয়ায় এনজিও সংস্থায় কর্মরত আছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.