সমৃদ্ধ জাতি গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে

0

সিটিনিউজবিডি : নগরীর রেলওয়ের হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিজয়’৭১ এর উদ্যোগে ১৫ ডিসেম্বর সকালে ‘বিজয়ের গল্প শোনা’ শীর্ষক শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক অনুষ্ঠান এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সলিম উল্লাহ বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে মুখ্য আলোচক ছিলেন বিজয় ৭১ এর প্রধান সমন্বয়কারী সজল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে হাসাপাতাল কলোনী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য।
আলোচক ছিলেন বিজয় ‘৭১ এর সাধারণ সম্পাদক ডা: আর কে রুবেল, সাংবাদিক কলামিষ্ট প্রশান্ত বড়–য়া, সংগঠক নোমান উল্লাহ বাহার, রিমন মুহুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবি, রাজনীতিবিদসহ সকল শ্রেণী পেশার মানুষের সংগ্রামের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করত সমর্থ হয়েছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশের স্বাধীনতা সুরক্ষা ও সমৃদ্ধ জাতি গঠনে দেশেপ্রেমের প্রত্যয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বির্নিমানে বিজয়’৭১ এর ধারাবাহিক কর্মপ্রয়াস প্রশংসনীয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.