পটিয়ায় আমির ভান্ডার কমপ্লেক্সে জশনে জুলুছে ধর্মপ্রাণদের ভীড়

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার কমপ্লেক্সে উদ্যোগে ১২ রবিউল আউয়াল আয়োজিত জশনে জুলুছে ধর্মপ্রাণদের ভীড় ছিল চোখে পড়ার মত। এতে অগ্রভাগে নেতৃত্বে ছিলেন দরবারের অন্যতম সাজ্জাদানশীন আলহাজ শাহ্সূফী সৈয়দ ডা: খায়রুল বশর শাহ্ আমিরী। তার সাথে ছিলেন আলহাজ¦ ফরিদুল আবছার শাহ্ আমিরী, সৈয়দ মীর কাশেম শাহ্ আমিরী, সৈয়দ কুতুব উদ্দিন শাহ্ আমিরী, সৈয়দ মামুন অর রশিদ শাহ্ আমিরী, সৈয়দ আমিরুল মোস্তফা শাহ্ আমিরী, সৈয়দ পেয়ারুল মোস্তাফা শাহ্ আমিরী, সৈয়দ করিমুল মোস্তাফা শাহ্ আমিরী, সৈয়দ তৌহিদ শাহ্ আমিরী, সৈয়দ মেহেরাজুল আলম শাহ্ আমিরী, সৈয়দ ফোরকানুল হক শাহ্ আমিরী, সৈয়দ খলিলুজ্জামান শাহ্ আমিরী (শিবলু), সৈয়দ সায়েমুল্লাহ শাহ্ আমিরী, সৈয়দ আমির হোসেন শাহ্ আমিরী, সৈয়দ নেজাম উদ্দিন শাহ্ আমিরী ।

বক্তব্য রাখেন সৈয়দ এসএমএকে জাহাঙ্গীর আমিরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পৌর কাউন্সিলর বৃন্দ, আ’লীগ নেতা আইয়ুব বাবুল, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আলমগীর আলম, বিএনপি নেতা মোজাম্মেল হক, আমির ভান্ডার কমপ্লেক্স সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ।

জুলুছ শেষে আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বিশাল মাহফিলে তকরির করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পীরজাদা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, মৌলানা ফরিদুল আবছার আমিরী, মৌলানা মোরশেদ আলম কাদেরী, আমিরুল আউলিয়া মাদ্রাসার সুপার মৌলানা আবুল মোকাররম নঈমী, কাজী আহমদুল্লাহ, ফরিদুল আলম (জামি)।

মোনাজাত পরিচালনা করেন ডা: খায়রুল বশর শাহ আমিরী, ব্যবস্থাপনায় আমির ভান্ডার দরবার শরীফ ও আমির ভান্ডার কমপ্লেক্স। সহযোগিতায় আমির ভান্ডার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয়, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার, ফেস্টুন নিয়ে জুলুছে রওনা দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.