শিক্ষা জাতীয়করণের আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নাই

0

সুজিত দত্ত, পটিয়া : বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির চট্টগ্রামের পটিয়াস্থ ডাকবাংলো মোড়ে সংগঠন কার্যালয়ে শিক্ষক কল্যান ট্রাস্ট এর সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এর ঝাটিকা সফর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির আসন অলংকৃত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নেতা ছৈয়দ মো: খালেদ, আমজাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা সমিতির সভাপতি মো: আবদুল গণি, সাধারণ সম্পাদক অরুণ কুমার মিত্র, মো: জাহাঙ্গীর আলম, মো: আবদুল জলিল, মো: শহীদুল ইসলাম, মো: শাহজাহান, মো: নুরুল আমিন, অমর দাশ, পীযুষ কুমার দে, জামাল উদ্দিন, রাসেল বড়–য়া, মো: জিয়া উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া সহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দেয়ার দাবিতে ব্যাপক আলোচনা পূর্বক জোর দাবি জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.