বিজয় দিবস উপলক্ষে এলডিপির আলোচনা সভা

0

সিটিনিউজবিডি : লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চট্টগ্রামের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। বিজয়ের প্রথম প্রহরে রাত্রি ১২:০১ মিনিটে নন্দনকাননস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

১৬ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় দলীয় কার্যালয় হতে র‌্যালী সহকারে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১’র শহীদদের স্মৃতির প্রতি শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে এলডিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা এলডিপি’র সভাপতি ও সাবেক এম.পি নুরুল আলম তালুকদার, এলডিপি দক্ষিণ জেলা শাখার সভাপতি চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় এলডিপি’র সদস্য এজিএম শাহজাহান, উত্তর জেলা এলডিপি’র সহ-সভাপতি ফজলুল কাদের তালুকদার, দক্ষিণ জেলা এলডিপি’র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চট্টগ্রাম মহানগর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ আহমদ রেজা, পাঁচলাইশ থানা এলডিপি’র আহ্বায়ক মো: আবু তাহের, কোতোয়ালী থানা এলডিপি’র যুগ্ম আহ্বায়ক আকরামুল করিম ইমন,

চকবাজার থানা এলডিপি’র যুগ্ম আহ্বায়ক হাসান মো: আমিন, ডবলমুরিং থানা এলডিপি’র যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন জুয়েল, দক্ষিণ জেলা এলডিপি নেতা এড. ইকবাল হোসেন, মো: একরাম হোসেন, উত্তর জেলা এলডিপি নেতা নুরুল আামিন, দক্ষিণ জেলা এলডিপি নেতা আবদুল কুদ্দুস, মো: সইফুদ্দিন, চট্টগ্রাম মহানগর এলডিপি নেতা মনজুর মুহাম্মদ, মহানগর গণতান্ত্রিক যুবদলের সভাপতি আবদুল মাজেদ, সাধারণ সম্পাদক সাইদুল হক, গণতান্ত্রিক যুবদল নেতা সিরাজুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।

দুপুর ১২ ঘটিকার সময় নন্দনকাননস্থ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় এলডিপি’র সহ-সভাপতি সাবেক এম.পি নুরুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় এলডিপি নেতা এজিএম শাহজাহান ও উত্তর জেলা এলডিপি’র সহ-সভাপতি ফজলুল কাদের তালুকদার।
দক্ষিণ জেলা এলডিপি’র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, দক্ষিণ জেলা এলডিপি নেতা মো: একরাম হোসেন, উত্তর জেলা এলডিপি নেতা নুরুল আমিন, গণতান্ত্রিক যুবদল মহানগর সাধারণ সম্পাদক ছাইদুল হক প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এম.পি নুরুল আলম বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরও গণমানুষ প্রকৃত গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, ন্যায় বিচার ও ভোটাধিকার হতে বঞ্চিত। তিনি আরো বলেন, চলমান রাজনৈতিক সংকটের সমাধানকল্পে অবিলম্বে দেশবাসীর গ্রহণযোগ্য নির্বাচন সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.