পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

0

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস।

উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার শুরুতেই পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন।

শুক্রবার সকালে শহরের পৌর স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবসের কুচকাওয়াজে মন্ত্রী সালাম গ্রহন করেন। কুচকাওয়াজে অর্ধশত শিক্ষা প্রতিষ্টান, সামাজিক ও সাংকৃতিক সংগঠন অংশ গ্রহন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহাম্মেদ, রেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা, সাহিদা খাতুন শাহি, উপজেলা প্রানী কর্মকর্তা আবু ফাত্তাহ মোহাম্মদ রওশন কবিরসহ প্রমুখ ।

এ ছাড়াও উপজেলা বিএনপি, জাসদ, সিপিবি, কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা, রেল শ্রমিক লীগ, রেল শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচী পালন করে।

এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ পক্ষ থেকে শহীদ মিনার ও বধ্য ভূমিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.