মিরসরাইয়ে দেয়াল ধ্বসে নিহত ১, আহত অর্ধশত

0

এম আনোয়ার হোসেন, মিরসরাই : মিরসরাইয়ে মাহফিল শেষে তাবারুক নেওয়ার সময় মসজিদের দেয়াল ধ্বসে নিহত হয়েছে ১ শিশু এবং আহত হয়েছে শিশুসহ প্রায় ৫০ জন। দেয়াল ধ্বসে নিহত শিশুর নাম জামশেদ আলম জিশান (১১)। সে বারইয়ারহাট কিন্ডার গার্টেনের পিএসসি পরীক্ষার্থী এবং উপজেলার বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় গ্রামের মিজিবাড়ীর দুবাই প্রবাসী জামাল উদ্দিনের একমাত্র পুত্র।

আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে সে মারা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার জোরারগঞ্জ থানাধীন চিনকি আস্তানা রেল ষ্টেশন সংলগ্ন আব্দুল গনি ওয়াকফ ষ্টেট জামে মসজিদের উদ্যেগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে দোয়াও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মসজিদ প্রাঙ্গনে। শুক্রবার বিকেল ৩ টা থেকে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত সাড়ে ১১ টার সময়। মাহফিল শেষে তাবারুক গ্রহণকালে হঠাৎ মসজিদের ২য় তলার ৩ ফুট গাঁথুনীর একটি দেয়াল ধ্বসে নিচে পড়ে আহত হয় প্রায় অর্ধশত। আহতদের মধ্যে অধিকাংশই শিশু।
আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ৯ জন, বারইয়ারহাট পৌরসভার বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ১২ জন, শেফা ইনসান হাসপাতালে ১২ জন চিকিৎসা নেন। আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলো মিলন (২৪), হাফিজুর রহমান (১৮), মুক্তার হোসেন (১৬), আবুল বশর (২৮), শাহাদাত হোসেন (১৫), শাহ আলম (১৩), নাঈম হোসেন (১০), নজরুল ইসলাম (১১), রাসেল উদ্দিন (১৩), ইকবাল হোসেন (১১), কবির হোসেন (২৩), মাইনুল ইসলাম (১২)। নিহত জিশানের নামাজের জানাযা উত্তর সোনাপাহাড় আরফান বিবি জামে মসজিদ প্রাঙ্গনে দুপুর ২ টার সময় সম্পন্ন হয়। বর্তমানে গুরুতর আহতদের মধ্যে কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে রাতে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বারইয়ারহাট জেনারেল হাসপাতালের কতৃব্যরত চিকিৎসক আসিফ আব্দুল্ল্যাহ জানান, আমাদের হাসপাতাল থেকে দেয়াল ধ্বসে আহত ১২ জন চিকিৎসা নেন। আহতরা সবাই জখমপ্রাপ্ত।
শেফা ইনসান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার দে জানান, আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের শরীরের বিভিন্ন স্থানে মারাতœকভাবে আঘাত পায়।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আহতদের মধ্যে আজ (শনিবার) সকালে জিশান নামে এক শিশু মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে চিনকি আস্তানা রেল ষ্টেশন সংলগ্ন আবদুল গনি ওয়াকফ ষ্টেট জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল শুক্রবার বেলা ৩ টা মসজিদ প্রাঙ্গনে শুরু হয়। এতে প্রধান ওয়ায়েজিন ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মেজবাউল ইসলাম লতিফী। এছাড়া ওয়াজ করেন মাদবারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল হালিম হেলালী। মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব মাষ্টার মুফিজুর রহমান। মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন নুর মোহাম্মদ খন্দকার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফরাজী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.