যুক্তরাজ্যে কারাগারের দাঙ্গা নিয়ন্ত্রণে

0

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের পুলিশের একটি বিশেষায়িত দল শুক্রবার ইংল্যান্ডের মধ্যাঞ্চলীয় বার্মিংহামে বেসরকারিভাবে পরিচালিত একটি কারাগারের দাঙ্গা নিয়ন্ত্রণে এনেছে। দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তিন শতাধিক কয়েদি দাঙ্গায় লিপ্ত হওয়ার পর শুক্রবার রাত ৮ টা ৩৫ মিনিটে পুলিশের একটি বিশেষ দল ‘টর্নেডো টিমকে’ ডাকা হয়।

তারা রাত ১০ টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারের সকল স্টাফের খোঁজ পাওয়া গেছে। কেউ আহত হয়নি। তবে এক কয়েদিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ নিয়ে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে ইংল্যান্ডে তৃতীয় কারাদাঙ্গার ঘটনা এটি।

বিচার মন্ত্রী এলিজাবেথ ট্রাস বলেন, এটা খুবই গুরুতর ঘটনা এবং এ ব্যাপারে সামগ্রিক তদন্ত হবে। কারাগারটির পরিচালনাকারী নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান জি৪এস এর আগে জানায়, কারাগারের দুটি প্রকোষ্ঠে লাগা দাঙ্গা চারটি প্রকোষ্ঠে ছড়িয়ে পড়ে। কারাগারটিতে মোট ১ হাজার ৪শ ৫০ কয়েদি রয়েছে। এখানে ১৯৯৫ সালে বিচার চলাকালে সিরিয়াল কিলার ফ্রেড ওয়েস্ট আত্মহত্যা করেছিল। এএফপি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.