কনস্টেবলের মতো সুযোগ-সুবিধা পাবে গ্রাম পুলিশ : অর্থ প্রতিমন্ত্রী

0

সিটিনিউজবিডি : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভবিষ্যতে পুলিশ কনস্টেবলের মতো সুযোগ-সুবিধা পাবেন গ্রাম পুলিশ বাহিনী।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তামাক, মাদক ও জঙ্গিবিরোধী জোট ‘ক্যাট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ’ এর ৩০ বছর এবং ‘দৈনিক বঙ্গজননী’ পত্রিকার ২৪ বছর পূর্তি উপলক্ষে সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ বাহিনীকে তৃণমূল ফোর্স হিসেবে সংগঠিত করা হবে৷ ইতিমধ্যে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, তামাক জাতীয় পণ্য ব্যবহার কমাতে এসব পণ্যের ওপরে বারবার ট্যাক্স বাড়ানো হচ্ছে। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্যাটের উপদেষ্টা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রশিদ আসকারী, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মণ্ডল, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান মিজান চৌধুরী, এটিএন বাংলার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তাশিক আহমেদ, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, ক্যাটের সভাপতি সাংবাদিক আলী নিয়ামত প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.