পটিয়ায় ভ্রাম্যমাণ কম্পিউটার ল্যাবের উদ্বোধন

0

পটিয়া প্রতিনিধি : বন্দরনগরী চট্রগ্রাম জেলার বৃহত্তম পটিয়া উপজেলার ২৩ শিক্ষার্থীকে হাতে কলমে শিক্ষা দিয়ে আইসিটি প্রশিক্ষনের ভ্রাম্যমান কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পটিয়া নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। আজ দুপুর ১টার সময় উপজেলা পটিয়ায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
নির্বাহী কর্মকর্তা বলেন, পটিয়া উপজেলা প্রযুক্তিতে পিছিয়ে থাকবেনা। দেশের ডিজিটাল অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে।


আইসিটি শিক্ষক জালাল উদ্দিন এ সময় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে আইসিটির ব্যবহারের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, ছাত্রছাত্রী ও শিক্ষকদেরকে দেশ গড়ার প্রধান হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, আইসিটি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। তাই দারিদ্রতা দূর করতে হলে আইসিটির ব্যবহার বাড়াতে হবে ।
এতে আরো উপস্থিত ছিলেন পটিয়া সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল সজল পাল ও আইসিটি শিক্ষক জালাল উদ্দিন। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক ও সহায়তা করবেন সহকারী প্রোগ্রামার আহসান হাবীব, আইসিটি টেকনিশিয়ান প্রিয়তোষ সরকার ও কো-অডিনেটর রফিকুল ইসলাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.