যুবকের খোঁজ দিলে ১ লাখ ইউরো পুরস্কার

0

আন্তর্জাতিক : জার্মানির বার্লিনে বড়দিনের বাজারে লরি-হামলায় সন্দেহভাজন তিউনিশীয় যুবকের খোঁজ দিতে পারলে এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছে দেশটির প্রশাসন। আটক করা লরিটি থেকে আনিস আনসারি নামে এক যুবকের লাইসেন্স উদ্ধার হয়েছে।

পুলিশের ধারণা, ২৩ বছরের ওই তিউনিসীয়ই মূল অভিযুক্ত। তার খোঁজে বার্লিনে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আনিসের খোঁজ দিতে পারলে এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছে প্রশাসন। এদিকে ইসলামিক স্টেটের (আইএস) কথিত সংবাদমাধ্যম ‘আমাক’ আজ দাবি করে, পশ্চিমা সভ্যতার উপর আঘাত হানার ডাকে সাড়া দিয়ে আইএসেরই এক যোদ্ধা এই হামলা চালিয়েছে। তবে সন্ত্রাস বিশেষজ্ঞরা বলছেন, আইএস মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘটনাটি ঘটিয়েছে কোনো পশ্চিম-বিদ্বেষী। তার সঙ্গে আইএসের সরাসরি যোগ না-ও থাকতে পারে।

পশ্চিম এশিয়ায় জঙ্গি দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে সরাসরি যুক্ত নয় জার্মানি। তবে বার্লিন প্রশাসন প্রথম থেকেই এই সন্ত্রাসদমন সমর্থন করেছে। জোটের সমর্থনে তাদের টর্নেডো যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী কয়েকটি বিমানও তুরস্কের সেনা ঘাঁটিতে রয়েছে। সোমবার শহরের প্রাণকেন্দ্র ব্রাইটশাইডপ্লাৎজের বড়দিনের বাজারে ঢুকে পড়া একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জনের। জখম ৪৮ জন। ভিড়ের মধ্যেই গাড়ি থামিয়ে পারিয়ে যায় চালক।

লরি থেকে উদ্ধার হয় আসল চালকের দেহ। হামলায় জড়িত সন্দেহে পুলিশ প্রথমে ২৩ বছরের এক পাকিস্তানি শরণার্থীকে গ্রেফতার করে। কাকে লরিতে দেখা গিয়েছে বলে পুলিশের কাছে দাবি বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শী। তবে ফরেনসিক পরীক্ষায় কোনও প্রমাণ না মেলায় নাভেদ বালুচ নামে ওই যুবককে ছেড়ে দেয়া হয়। এএফপি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.