অস্কারের দৌড়ে ‘এমএস ধোনি’-‘সরবজিৎ’

0

বিনোদন : কিছুদিনের মধ্যে অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নে জায়গা নিতে প্রতিযোগিতা করছে দু’টি ভারতীয় সিনেমা। আত্মজীবনী থেকে নির্মাণ করা চলচ্চিত্র দুটি হলো ‘সরবজিৎ’ এবং ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।

মনোনয়নের তালিকায় ঠাঁই পেতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লড়াই করছে ৩৩৬টি ছবি। ইকোনোমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া’সহ আরো কয়েকটি ভারতীয় মিডিয়া এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

৩৩৬টি ছবির প্রত্যেকটি লস অ্যাঞ্জেলসের যে কোনও বাণিজ্যিক হলে প্রদর্শন করা হবে আগামী ৩১ ডিসেম্বর বা ১ জানুয়ারির মধ্যে। ‘কুয়ালিফাইং ডিজিটাল ফরম্যাট’ বা ৩৫ বা ৭০ এম এম ফিল্ম ফর্ম্যাটে হতে হবে ছবিগুলোর স্ক্রিনিং। নতুন বছরে সাত দিন ধরে চলবে বাছাই পর্ব।

সরবজিৎ’ আর ‘এম এস ধোনি’ ছাড়াও রয়েছে আরও ৩৩৪টি ছবি। এদের মধ্যে রায়ন গসলিঙের ‘লা লা ল্যান্ড’ নিয়ে অনেক দিন ধরে মাতামাতি তুঙ্গে। মার্টিন স্করসেসির ৩০ বছরের তপস্যা ‘সাইলেন্স’ও রয়েছে এই তালিকায়। এছাড়াও আছে ‘মুনলাইট’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’, ‘অ্যারাইভাল’, ‘হ্যাকসও রিজ’ ইত্যাদি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.