সিইউডিএস’র অষ্টাদশ কার্যকরী কমিটি গঠিত

0

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’র অষ্টাদশ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ হোটেল ওয়েল পার্কে সপ্তদশ কমিটির বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি কাজী জাওয়াদ। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাফিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আতাউর রহমান।

সিইউডিএস’র মডারেটর প্রফেসর ড. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির উপাচার্য প্রফেসর ড. মাহবুবুল হক, চবি আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এবিএম আবু নোমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া, ওয়েল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম কমু, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম শাখার সিনিয়র কেমিস্ট কামরুল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠন টিকে থাকা কিংবা অগ্রসর হওয়া নির্ভর করে যোগ্য নেতৃত্বের উপর। অতীতে সিইউডিএস প্রমাণ করেছে তাদের শাণিত যুক্তির আড়ালে বলিষ্ঠ নেতৃত্বের দক্ষতাকে। আশা করি সিইউডিএসের নতুন কমিটি তাদের যোগ্যতা প্রমাণে সক্ষম হবে।

অনুষ্ঠানে সিইউডিএস’র বার্ষিক রিপোর্ট পেশ করেন সপ্তদশ কমিটির সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা ফারিন। বিদায়ী সভাপতি কাজী জাওয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা ফারিনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

পরে সিইউডিএস’র বর্ষ সেরা বিতার্কিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সিইউডিএস মডারেটর প্রফেসর ড. ইমরান হোসেন। এ বছর সিইউডিএস’র সেরা ব্যাক্তিত্ব হিসেবে সম্মাননা পেয়েছেন কাজী জাওয়াদ। বর্ষ সেরা ইংরেজী বিতার্কিকের সম্মাননা পেয়েছেন রসায়ন বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুহাম্মদ আবু ফয়সাল। একই সাথে সেরা বাংলা বিতার্কিক নির্বাচিত হয়েছে আইন বিভাগের চতুর্থ বষের্র ছাত্র রাফিউল ইসলাম। বর্ষসেরা উদীয়মান বিতার্কিক নির্বাচিত হয়েছে কাজী নুসরাত আরিফ নাবিলা। সাংগঠনিক দক্ষতা পদক লাভ করে রকিবুল হাসান শান্ত, হিমাদ্রি শেখর নাথ ও রুমেন চাকমা। বর্ষসেরা সংগঠক হিসেবে পদক পেয়েছেন আতাউর রহমান। বর্ষসেরা নবীন কর্মীর পদক লাভ করেন ইন্তিসার বিন ইসমাইল, মুশফিকুর রহমান সুমন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.